Skip to main content

Posts

ইসলামী আকীদার গুরুত্ব

ইসলামী আকীদার গুরুত্ব বুঝতে চাইলে আমাদের কে ৩ টি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা আনতে হবে যথা -  ১. বিশুদ্ধ আকীদা ও ঈমান এর গুরুত্ব। ২. বিশুদ্ধ ঈমান কীভাবে বিনষ্ট হয়, সে সম্পর্কে জ্ঞান লাভের গুরুত্ব। ৩. ভ্রান্ত আকীদা সম্পর্কে জ্ঞান লাভের গুরুত্ব। . বিশুদ্ধ ঈমান ইসলাম এর মূল ভিত্তি, মানুষ আল্লাহ্‌ তায়ালার যে ইবাদত ও গুণকীর্তন করে সব কবুল হওয়ার প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমান। তাতে কুফর বা শিরক থাকতে পারবেনা। বিশুদ্ধ ঈমান যে ইহকাল ও পরকাল উভয় জীবনেই সফলতা নিয়ে আসবে, এ সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা বহু আয়াতে উল্লেখ করেছেন। . মানুষ প্রকৃতিগতভাবেই মানবীয় বিবেক বুদ্ধি ও যুক্তির মাধ্যমে মহান আল্লাহ্‌ তায়ালার অস্তিত্ব অনুভব ও প্রমাণ করতে পারে। কিন্তু আল্লাহ্‌ তায়ালার প্রতি বিশ্বাসের স্বরূপ ও বিস্তারিত বিষয়াদি অনুভব করতে পারে না। এজন্য ঐশী বাণীর জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এ কারণে কোরআন-সুন্নাহ্‌র আলোকে ঈমানের আরকান (ভিত্তি) সম্পর্কে বিস্তারিত অবগত হওয়া ছাড়া বিশুদ্ধ ঈমান অর্জন করা অসম্ভব। ঈমান যেমন অর্জন করা জরুরী, তেমন রক্ষা করাও জরুরী। পূর্বের যুগের অনেক নবীর উম্মাত তাদের (নবীদের) সত্য বাণীর মাধ্যমে ঈমা...
Recent posts

ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য

আকীদা এর সঙ্গে ঈমান এবং তাওহীদ এর পার্থক্য না জানার কারণে আমাদের মনে হয় - "আকীদা আবার কি? আকীদা বিশুদ্ধ করারই বা প্রয়োজন কেন? ঈমান থাকলেই যথেষ্ট।" . আকীদা হলো কিছু ভিত্তিমূলক বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসের নাম। অন্যদিকে ঈমান শুধু বিশ্বাস নয়, বরং মৌখিক স্বীকৃতি এর পাশাপাশি সেই বিশ্বাসকে কর্মে বাস্তবায়ন অপরিহার্য করে দেয়। সুতরাং ঈমানের ২ টি অংশ। একটি হলো অন্তরে স্বচ্ছ আকিদা পোষণ। আরেকটি হলো বাহ্যিক তৎপরতায় তার প্রকাশ। এই ২ টি একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত যে কোন একটির অনুপস্থিতি ঈমানকে বিনষ্ট করে দেয়। . ঈমান সমগ্র দ্বীনকে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে আকীদা দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। এবং আকীদা ই হলো ঈমান এর মূল ভিত্তি। বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ ঈমান এর মাপকাঠি। যার উদাহরণ রেখে গেছেন সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিন। অন্যদিকে ভ্রান্ত আকীদা ঈমান কে বিভ্রান্ত করে যার উদাহরণ মুরজিয়া, খারেজি, কাদরিয়াসহ বিভিন্ন উপদল। . আজকের পৃথিবীতে যখন সংঘাত হয়ে উঠেছে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক, তখন একজন মুসলিম এর জন্য নিজস্ব আকীদা সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। হাজারো মাজহাব - ম...

ইসলামী আকীদা

বাল্যকাল থেকেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা সবাইকেই আকীদা এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে থাকে। এজন্য আকীদা সম্পর্কে ধারণা নেই এমন মুসলিম নাই বললেই চলে। কিন্তু এরপরও আকীদা নিয়ে লেখার উদ্দেশ্য হল - ১. আমার পরবর্তী লেখাগুলা আকীদা নির্ভর। এজন্য পাঠক কে এই বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার দায়িত্ব। ২. অমুসলিম ভাই-বোন দের কথাও মাথায় রেখেছি আমি। . ইসলামী আকিদা বলতে বুঝায় - মহান প্রভুর প্রতি সুনিশ্চিত বিশ্বাস স্থাপন করা, তাঁর উলূহিয়্যাত (আল্লাহ্‌ একমাত্র ইলাহ), গুনবাচক নামসমূহ ও তাঁর সিফাতসমূহকে (গুনাবলী) দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাঁর ফেরেশতাগণ, নবী-রাসূলগণ, তাঁদের উপর নাজিলকৃত কীতাবসমূহ, তাক্বদীরের ভাল-মন্দ এবং কুরআনুল কারীম ও সুন্নাহ দ্বারা প্রমাণিত দ্বীনের মৌলিক বিষয় ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কিত সংবাদসমূহ ইত্যাদি এবং যে সব বিষয়াদির উপর সালাফে সালেহীন (সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন এবং তৎপরবর্তি তাদের আদর্শের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মহান ইমামগণ) ঐক্যমত পোষণ করেছেন তাঁর প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। . কুরআন ও সুন্নাহ এর দিকে লক্ষ্য করলে আমরা আকীদা এর মৌলিক ৬ টা বিষয় পাই - ১. আল্...