Skip to main content

ইসলামী আকীদার গুরুত্ব

ইসলামী আকীদার গুরুত্ব বুঝতে চাইলে আমাদের কে ৩ টি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা আনতে হবে যথা - 
১. বিশুদ্ধ আকীদা ও ঈমান এর গুরুত্ব।
২. বিশুদ্ধ ঈমান কীভাবে বিনষ্ট হয়, সে সম্পর্কে জ্ঞান লাভের গুরুত্ব।
৩. ভ্রান্ত আকীদা সম্পর্কে জ্ঞান লাভের গুরুত্ব।
.
বিশুদ্ধ ঈমান ইসলাম এর মূল ভিত্তি, মানুষ আল্লাহ্‌ তায়ালার যে ইবাদত ও গুণকীর্তন করে সব কবুল হওয়ার প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমান। তাতে কুফর বা শিরক থাকতে পারবেনা। বিশুদ্ধ ঈমান যে ইহকাল ও পরকাল উভয় জীবনেই সফলতা নিয়ে আসবে, এ সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা বহু আয়াতে উল্লেখ করেছেন।
.
মানুষ প্রকৃতিগতভাবেই মানবীয় বিবেক বুদ্ধি ও যুক্তির মাধ্যমে মহান আল্লাহ্‌ তায়ালার অস্তিত্ব অনুভব ও প্রমাণ করতে পারে। কিন্তু আল্লাহ্‌ তায়ালার প্রতি বিশ্বাসের স্বরূপ ও বিস্তারিত বিষয়াদি অনুভব করতে পারে না। এজন্য ঐশী বাণীর জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এ কারণে কোরআন-সুন্নাহ্‌র আলোকে ঈমানের আরকান (ভিত্তি) সম্পর্কে বিস্তারিত অবগত হওয়া ছাড়া বিশুদ্ধ ঈমান অর্জন করা অসম্ভব। ঈমান যেমন অর্জন করা জরুরী, তেমন রক্ষা করাও জরুরী। পূর্বের যুগের অনেক নবীর উম্মাত তাদের (নবীদের) সত্য বাণীর মাধ্যমে ঈমান অর্জন করেছে কিন্তু তা সংরক্ষণ করতে পারেনি। ঈমান ধ্বংস করে এমন বিষয়গুলা চিহ্নিত করতে না পারার কারণেই ঈমান রক্ষা করা যায়নি।
উদাহরণস্বরূপ কোরআন এ আল্লাহ্‌ তায়ালা ইহুদী, নাসারা ও আরব কাফেরদের কথা উল্লেখ করেছেন। তারা সকলেই নিজেদেরকে খাঁটি নির্ভেজাল মুমিন হিসেবে বিশ্বাস করতো এবং ইসলামকে তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ধর্ম বিনষ্টকারী মনে করতো। এই কারণেই তারা ইসলাম কে গ্রহণ করেনি। কিন্তু তারা এ কথা জানতো না যে, আল্লাহ্‌ তায়ালা কুফর, শিরক মিশ্রিত ইবাদত কবুল করেন না। অথচ তারা অনেক সৎকার্য সম্পাদন করতো।
.
আকীদার ক্ষেত্রে রাসুল(স.) যা বলেননি তাকে ইসলামী আকীদা হিসেবে গণ্য করা সুন্নতকে অপূর্ণ মনে করা। এমন আকীদা গ্রহণ করলে তা হবে বিভ্রান্তি। রাসুল(স.) ইরশাদ করেছেন -
"জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ৭২ দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মত অদূর ভবিষ্যতে ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে এবং ১ টি জান্নাতে যাবে। আর সে দল হচ্ছে আল-জামা‘আত।" (সুনানে আবু দাউদঃ ৪৫৯৭)
সুতরাং আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) যে আকীদা পোষণ করেছেন, তা হুবহু অনুসরণ করা অত্যাবশ্যক এবং বিভ্রান্তিকর আকীদা সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ যাতে আমরা বিভ্রান্তি কে সঠিকভাবে চিহ্নিত করে পরিহার করতে পারি।
.
.
জাযাকুমুল্লাহু খাইরান।

Comments