বাল্যকাল থেকেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা সবাইকেই আকীদা এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে থাকে। এজন্য আকীদা সম্পর্কে ধারণা নেই এমন মুসলিম নাই বললেই চলে। কিন্তু এরপরও আকীদা নিয়ে লেখার উদ্দেশ্য হল -
১. আমার পরবর্তী লেখাগুলা আকীদা নির্ভর। এজন্য পাঠক কে এই বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার দায়িত্ব।
২. অমুসলিম ভাই-বোন দের কথাও মাথায় রেখেছি আমি।
.
ইসলামী আকিদা বলতে বুঝায় - মহান প্রভুর প্রতি সুনিশ্চিত বিশ্বাস স্থাপন করা, তাঁর উলূহিয়্যাত (আল্লাহ্ একমাত্র ইলাহ), গুনবাচক নামসমূহ ও তাঁর সিফাতসমূহকে (গুনাবলী) দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাঁর ফেরেশতাগণ, নবী-রাসূলগণ, তাঁদের উপর নাজিলকৃত কীতাবসমূহ, তাক্বদীরের ভাল-মন্দ এবং কুরআনুল কারীম ও সুন্নাহ দ্বারা প্রমাণিত দ্বীনের মৌলিক বিষয় ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কিত সংবাদসমূহ ইত্যাদি এবং যে সব বিষয়াদির উপর সালাফে সালেহীন (সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন এবং তৎপরবর্তি তাদের আদর্শের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মহান ইমামগণ) ঐক্যমত পোষণ করেছেন তাঁর প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা।
.
কুরআন ও সুন্নাহ এর দিকে লক্ষ্য করলে আমরা আকীদা এর মৌলিক ৬ টা বিষয় পাই -
১. আল্লাহ্ এর প্রতি বিশ্বাস।
২. ফেরেশতাগণ এর প্রতি বিশ্বাস।
৩. নবীগণ এর প্রতি বিশ্বাস।
৪. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস।
৫. আখিরাত এর প্রতি বিশ্বাস।
৬. তাক্বদীরের প্রতি বিশ্বাস।
.
.
.
জাযাকুমুল্লাহু খাইরান।
Comments
Post a Comment