Skip to main content

ইসলামী আকীদা

বাল্যকাল থেকেই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা সবাইকেই আকীদা এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে থাকে। এজন্য আকীদা সম্পর্কে ধারণা নেই এমন মুসলিম নাই বললেই চলে। কিন্তু এরপরও আকীদা নিয়ে লেখার উদ্দেশ্য হল -
১. আমার পরবর্তী লেখাগুলা আকীদা নির্ভর। এজন্য পাঠক কে এই বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার দায়িত্ব।
২. অমুসলিম ভাই-বোন দের কথাও মাথায় রেখেছি আমি।
.
ইসলামী আকিদা বলতে বুঝায় - মহান প্রভুর প্রতি সুনিশ্চিত বিশ্বাস স্থাপন করা, তাঁর উলূহিয়্যাত (আল্লাহ্‌ একমাত্র ইলাহ), গুনবাচক নামসমূহ ও তাঁর সিফাতসমূহকে (গুনাবলী) দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাঁর ফেরেশতাগণ, নবী-রাসূলগণ, তাঁদের উপর নাজিলকৃত কীতাবসমূহ, তাক্বদীরের ভাল-মন্দ এবং কুরআনুল কারীম ও সুন্নাহ দ্বারা প্রমাণিত দ্বীনের মৌলিক বিষয় ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কিত সংবাদসমূহ ইত্যাদি এবং যে সব বিষয়াদির উপর সালাফে সালেহীন (সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন এবং তৎপরবর্তি তাদের আদর্শের অনুসারী আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মহান ইমামগণ) ঐক্যমত পোষণ করেছেন তাঁর প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা।
.
কুরআন ও সুন্নাহ এর দিকে লক্ষ্য করলে আমরা আকীদা এর মৌলিক ৬ টা বিষয় পাই -
১. আল্লাহ্‌ এর প্রতি বিশ্বাস।
২. ফেরেশতাগণ এর প্রতি বিশ্বাস।
৩. নবীগণ এর প্রতি বিশ্বাস।
৪. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস।
৫. আখিরাত এর প্রতি বিশ্বাস।
৬. তাক্বদীরের প্রতি বিশ্বাস।
.
.
জাযাকুমুল্লাহু খাইরান।





Comments